১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ট্রাকে বালুর নিচে লুকানো ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার

admin
প্রকাশিত ২৬ জুন, বৃহস্পতিবার, ২০২৫ ০০:৩৯:৩৬
ট্রাকে বালুর নিচে লুকানো ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস উদ্ধার

Manual2 Ad Code

সিলেটের হরিপুর এলাকায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে অভিযান চালিয়ে বালুর নিচে লুকানো প্রায় তিন কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে।

Manual6 Ad Code

 

 

 

 

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক।

Manual8 Ad Code

 

 

 

 

Manual1 Ad Code

তিনি জানান, সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—ভারতীয় কসমেটিকসের একটি বড় চালান সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। চোরাকারবারীরা নজর এড়াতে একটি ট্রাকে কসমেটিকস লুকিয়ে তার উপর বালু ঢেকে দেয়।

 

 

 

 

পরে সেনাবাহিনীর সহায়তায় হরিপুর এলাকায় ওই ট্রাকটি আটক করে তল্লাশি চালানো হয়। বালুর নিচ থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

 

 

Manual5 Ad Code

অভিযানে আরও উদ্ধার করা হয় ভারতীয় শাড়ি, চিনি এবং পাচারের সময় জব্দকৃত শিং মাছ। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।