সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ থানার মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন পাবনার বাসিন্দা আনোয়ারা বেগম এবং মাইক্রোবাস চালক নাঈম আহমদ জয় (২৭)। তিনি সিলেট নগরীর সুবিদবাজার এলাকার বাসিন্দা এবং মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য ছিলেন।
জানা গেছে, পরিবার নিয়ে ঢাকায় বাসা পরিবর্তনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আনোয়ারা বেগম। মাইক্রোবাসটি সিলেট থেকে ঢাকার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাইক্রোবাসটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। আহত চারজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD