১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ট্রেনে ৫ জুনের টিকিটের জন্য হাহাকার, ৩০ মিনিটে ৩ লাখ হিট

admin
প্রকাশিত ২৬ মে, সোমবার, ২০২৫ ১০:৫৭:২২
ট্রেনে ৫ জুনের টিকিটের জন্য হাহাকার, ৩০ মিনিটে ৩ লাখ হিট

Manual7 Ad Code

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ ২৬ মে অনলাইনে বিক্রি শুরু হয়েছে ৫ জুনের আন্তনগর ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও ভোর থেকেই রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইটে চাপ বাড়তে থাকে। মাত্র আধা ঘণ্টার মধ্যে রেলসেবা অ্যাপস এবং ওয়েবসাইটে হিট পড়েছে ২ লাখ ৯৭ হাজার, যা ৫ দিনের মধ্যে সর্বোচ্চ।

রেলের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায়, বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁওসহ উত্তরের অনেক জেলার যাত্রীরা এদিন ফিরতে চান বলে দেখা গেছে। মাত্র কয়েক মিনিটেই এসব ট্রেনের প্রায় সব আসন বুকড হয়ে যায়।

Manual1 Ad Code

অনলাইনে টিকিট পাওয়ার জন্য রীতিমতো যুদ্ধ করতে হয়েছে অনেককে। কেউ সাইটে ঢুকতে পারেননি, কেউবা সিলেক্ট করেও পেমেন্ট সম্পন্ন করতে পারেননি। তবে অনেকেই টিকিট পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। কেউ কেউ হতাশা প্রকাশ করেছেন।

রেলওয়ের ফ্যান ফোরাম নামের একটি ফেসবুক পেজে পোস্ট করে মো. হাসান বলেছেন, ‘সকাল ৮টার এক মিনিট আগেই ওয়েবসাইটে ঢুকি, লগইনও করি। কিন্তু সিট সিলেক্ট করার সময় শুধু ঘোরে। এরপর আর ঢুকতেই পারিনি। আবার যখন ঢুকতে পারলাম, দেখি সব সিট বুকড।’

Manual2 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুলতানা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতি ঈদেই একই ঘটনা ঘটে। শুধু কষ্টটাই থেকে যায়। সরকার আধুনিক প্রযুক্তির কথা বললেও বাস্তবে কিছুই কাজ করে না।’

কমলাপুর রেলস্টেশনে স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন বলেন, ‘এবার অনলাইনে টিকিট বিক্রির জন্য ট্রেনভিত্তিক আসনসংখ্যা ও সময় ভাগ করে নির্ধারণ করা হয়েছে। ৫ জুনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। কারণ সরকারি অফিস আদালত ওই দিন বন্ধ হবে, সবাই ওই দিন যেতে চান। আগামীকাল অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শেষ হচ্ছে। এরপর থেকে শুরু হবে আনুষ্ঠানিকের যাত্রা।’

Manual4 Ad Code

এবার ঈদে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করবে। এসব ট্রেনের মোট আসনসংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে স্টেশনের কাউন্টার থেকে।

ঈদের আগের ৭ দিনের জন্য অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে ধাপে ধাপে। আগামীকাল ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট।

ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। এদিন দেওয়া হবে আগামী ৯ জুনের অগ্রিম টিকিট।

Manual4 Ad Code