১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত, কীটনাশক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

admin
প্রকাশিত ১৫ ডিসেম্বর, সোমবার, ২০২৫ ১২:০১:২৭
ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত, কীটনাশক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

Manual5 Ad Code

ঠাকুরগাঁও সদর উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ রাসায়নিক সার মজুত রাখার অভিযোগে এক কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় দুটি গুদাম থেকে ৭৬৬ বস্তা রাসায়নিক সার জব্দ করে গুদাম দুটি সিলগালা করা হয়।

Manual3 Ad Code

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ি বাজারের পেছনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম। অভিযানে আব্দুল্লাহ নামের ওই কীটনাশক ব্যবসায়ীর দুটি গুদামে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ সার পাওয়া যায়।

Manual5 Ad Code

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ী আব্দুল্লাহকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সারগুলো গুদামেই রেখে সিলগালা করা হয়েছে।

এ বিষয়ে ইউএনও মো. খাইরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা সারগুলো পরবর্তীতে কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে উন্মুক্ত বাজারে বিক্রি করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Manual1 Ad Code