ডাকসু নির্বাচনকে ঘিরে ফেসবুক পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার ওসি মোজাফফর প্রত্যাহার

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

ডাকসু নির্বাচনকে ঘিরে ফেসবুক পোস্ট: ব্রাহ্মণবাড়িয়ার ওসি মোজাফফর প্রত্যাহার

ছাত্রদল সমর্থিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার ঝড়, দাবি করলেন আইডি হ্যাকের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল-সমর্থিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা জানান, তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম


📌 ঘটনার সূত্রপাত

গতকাল মঙ্গলবার সকালে ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লেখা হয়—
“মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।”

এটি দেখে অনেকে বুঝতে পারেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের প্রতীক নম্বর উল্লেখ করে তাঁদের সমর্থন জানানো হয়েছে। সরকারি কর্মকর্তার এ ধরনের রাজনৈতিক অবস্থান প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা।


📌 বিতর্ক ও পদক্ষেপ

  • সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো আইনত নিষিদ্ধ।

  • সমালোচনার ঝড়ে কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি মুছে ফেলা হয়।

  • কিন্তু বিতর্ক থামেনি, বরং আরও তীব্র হয়।

  • পরে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁকে প্রত্যাহার করে।


📌 ওসির দাবি

এ বিষয়ে ওসি মোজাফফর হোসেন বলেন,

“আমার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে রাজনৈতিক পোস্ট দেওয়া হয়েছে। আমাকে হেয় করার চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সাধারণ ডায়েরিও করেছি।”

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ