২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে, ভিড় না করার আহ্বান ডিএমপির

admin
প্রকাশিত ০৯ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২৩:১৪:৫৯
ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে, ভিড় না করার আহ্বান ডিএমপির

Manual1 Ad Code

ঢাকা, মঙ্গলবার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর এখন চলছে ভোট গণনা। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Manual3 Ad Code

ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণনা কার্যক্রম চলছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে বিপুলসংখ্যক উৎসুক জনতা জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অযথা ভিড় এড়াতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে ভোট গণনা চলমান রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে অযথা ভিড় না করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে।”

Manual6 Ad Code