ডাকসু নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েনের ইঙ্গিত রিটার্নিং কর্মকর্তার

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

ডাকসু নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েনের ইঙ্গিত রিটার্নিং কর্মকর্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানিয়েছেন, নির্বাচনের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রয়োজনে ক্যাম্পাসে সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় বাহিনী মোতায়েন করা যেতে পারে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গোলাম রাব্বানী বলেন, “ক্যাম্পাসে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই নির্বাচন ব্যবস্থাপনা কমিটির অন্যতম কাজ। বর্তমানে সারা দেশে পুলিশ, র‍্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করছে। সামরিক বাহিনীও ম্যাজিস্ট্রেসিসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। এ অবস্থায় ক্যাম্পাসে নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতা নেওয়ার পরিকল্পনা রয়েছে।”

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ