ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েমের জয়

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

ডাকসু নির্বাচনে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েমের জয়

📝 জিএস ও এজিএস পদেও একই প্যানেলের প্রার্থীদের বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষিত হয়েছে। এতে ভিপি (সহসভাপতি), জিএস (সাধারণ সম্পাদক) এবং এজিএস (সহসাধারণ সম্পাদক) — তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।


📌 প্রধান ফলাফল

  • ভিপি পদে: সাদিক কায়েম – ১৪,০৪২ ভোট

    • প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম – ৫,৭০৮ ভোট

  • জিএস পদে: এস এম ফরহাদ – ১০,৭৯৪ ভোট

    • প্রতিদ্বন্দ্বী হামিম (ছাত্রদল সমর্থিত) – ৫,২৮৩ ভোট

  • এজিএস পদে: মহিউদ্দিন খান – ১১,৭৭২ ভোট

    • প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদী মায়েদ – ৫,০৬৪ ভোট


📌 ভোটার সংখ্যা ও অংশগ্রহণ

  • মোট ভোটার: ৩৯,৮৭৪ জন

    • ছাত্রী হলে: ১৮,৯৫৯ জন

    • ছাত্র হলে: ২০,৯১৫ জন


📌 প্রতিদ্বন্দ্বিতা ও পদসংখ্যা

  • ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী

  • প্রার্থীদের মধ্যে ৬২ জন ছিলেন ছাত্রী

  • পাশাপাশি ১৮টি হল সংসদে ২৩৪টি পদে ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ