১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার আলী হুসেন

admin
প্রকাশিত ০৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ১৪:৪২:৫৬
ডাকসু প্রার্থীকে ধর্ষণের হুমকি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার আলী হুসেন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার

Manual1 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক নারী প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আলী হুসেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

উল্লেখ্য, বাম জোট সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী বি এম ফাহমিদা আলম আদালতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেন। এরপরই ফরহাদকে সমর্থন জানিয়ে আলী হুসেন ফেসবুকে ফাহমিদাকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কসহ বিভিন্ন মহল আলী হুসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদও প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

Manual4 Ad Code