১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ৬

admin
প্রকাশিত ২৩ মে, শুক্রবার, ২০২৫ ২২:৪৩:২৮
ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ৬

Manual6 Ad Code

রাজধানীর উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৩ মে) ভোররাতে আবদুল্লাহপুর-আশুলিয়া মহাসড়কের ১৫৩ নম্বর পিলারসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজ বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাসেল মিয়া (২২), মো. সাগর (১৯), নাহিদ মিয়া (১৯), সুমন বাবু (৩১), জাফর মোল্লা (২২) ও আব্দুল আজিজ (২২)। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে চাপাতি, চাকুসহ রড জব্দ করা হয়।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

Manual6 Ad Code

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে একটি মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আগামীকাল শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।