ডাকাত চক্রের ৪ সদস্য আটক, উদ্ধার লুটপাটের মালামাল

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

ডাকাত চক্রের ৪ সদস্য আটক, উদ্ধার লুটপাটের মালামাল

জকিগঞ্জে ডাকাতচক্রের ৪ সদস্য আটক, উদ্ধার লুটপাটের মালামাল। সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের চারজন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়।

 

 

 

 

পুলিশ জানায়, গত ২২ জুলাই রাতে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলোগ্রামে একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় অনুসন্ধানে নামে জকিগঞ্জ থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ৩ ও ৪ আগস্ট সিলেট জেলার গোলাপগঞ্জ, ওসমানীনগর, সিলেট মেট্রোপলিটন এলাকা এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করা হয়।

আটককৃতরা হলেন: ছোয়াবির আহমেদ (৩৯), ওসমানীনগরের ভুরুঙ্গাপুর পূর্ব তিলাপাড়া এলাকার বাসিন্দা। সোহেল মিয়া (৪২), জগন্নাথপুর উপজেলার উত্তর কালনিরচর এলাকার। রুহুল আমিন (২৫), বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবের গ্রামের। সুমন মিয়া (৩৬), গোলাপগঞ্জ উপজেলার হাজীপুর নোয়াপাড়া এলাকার।

 

 

 

 

তাদের কাছ থেকে দুটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১১-৬৫৮২ এবং ঢাকা মেট্রো-গ-১১-৪৯৫৪), নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, নেপালি মুদ্রা, অ্যান্ড্রয়েড ও আইফোন মিলিয়ে ৪১টি মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, ভিডিও ক্যামেরা, বিদেশি হাতঘড়ি, শাড়ি, ছাতা, ব্যাগ, ইলেকট্রনিক যন্ত্রাংশ, খেলনা পিস্তল, ধারালো অস্ত্র, হাতুরি, সুইস চাকু ও স্বর্ণের মতো দেখতে অলংকারসহ আরও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

 

 

 

জানা গেছে, গ্রেফতারদের বিরুদ্ধে সিলেট রেঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে এই মামলার ভিত্তিতে আরও দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

 

 

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ নিউজ