খেলা প্রতিনিধি
নেদারল্যান্ডস সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন একেবারেই আক্রমণাত্মক। ডাচ বোলারদের তুলনামূলক দুর্বল লাইনআপকে চার-ছক্কার বন্যায় ভাসিয়ে দিচ্ছেন তানজিদ হাসান তামিম, লিটন দাস ও সাইফ হাসানরা।
সিলেটে টানা দুই টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং নিয়ে রান তাড়া করে বাংলাদেশ হেসেখেলে জিতেছে ৮ ও ৯ উইকেটে। প্রথম ম্যাচে রানরেট ছিল ১০.২২, দ্বিতীয় ম্যাচে ৭.৮৯। দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে এসে তানজিদ তামিম আক্রমণাত্মক ব্যাটিং প্রসঙ্গে খানিকটা খেপেই বলেন, “আমরা তো আক্রমণাত্মক ক্রিকেটই খেলছি। আর কত আক্রমণাত্মক খেলা দেখতে চাচ্ছেন?”
পাওয়ার হিটিংয়ে কাজ করছে জুলিয়ান উডের টোটকা
বাংলাদেশ দলের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের পরামর্শ মাঠে দারুণভাবে কাজে লাগাচ্ছেন ব্যাটাররা। ২২ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফ হাসান প্রথম ম্যাচে ১৯ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন। হারিয়ে যাওয়া ফর্ম খুঁজে পাওয়া লিটন দাস করেন ২৯ বলে অপরাজিত ৫৪। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখান তানজিদ তামিম—৪০ বলে অপরাজিত ৫৪ রান।
তানজিদ বলেন, “পুরো দলকে স্বাধীনতা দেওয়া হয়েছে। যার যে দায়িত্ব, সেটা মাঠে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে সবাই।”
ছক্কা মারায় তৃতীয় বাংলাদেশ
পরিসংখ্যান বলছে, বাংলাদেশের ব্যাটাররা এখন নিয়মিত ছক্কা হাঁকাচ্ছেন। ২০২৫ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে ছক্কা মারায় বাংলাদেশ আছে তিনে। এ বছর ২২ ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা মেরেছেন ১০৯ ছক্কা। শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান—দুটি দলই ১৩০টি করে ছক্কা মেরেছে।
তানজিদ বলেন, “আগে তো আমি ড্রেসিংরুমে ছিলাম না। এখন স্বাধীনতা আছে, দায়িত্বও আছে। মাঠে সেটার সঠিক প্রয়োগটাই আসল।”
তানজিদের ব্যক্তিগত পরিসংখ্যান
২০২৪ থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তানজিদ তামিম ৩১ ম্যাচে করেছেন ৭৩৮ রান। গড় ২৭.৩৩, স্ট্রাইক রেট ১২৯.০২। চারটি ফিফটির পাশাপাশি মেরেছেন ৭০ চার ও ৩৪ ছক্কা। এর মধ্যে শুধু ২০২৫ সালেই মেরেছেন ২৩ ছক্কা।
আগামীকাল (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ। লক্ষ্য—ধবলধোলাই।