সিলেট ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫
ডারউইনে চার দিনের ম্যাচে স্বাগতিক দক্ষিণ অস্ট্রেলিয়ার কাছে এক ইনিংস ও ১২ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। তিন দিনেই শেষ হয়ে যাওয়া ম্যাচে ব্যাটিং ও বোলিং – দুই বিভাগেই পিছিয়ে ছিল সফরকারীরা।
প্রথম ইনিংসে মাত্র ১১৪ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’। জবাবে দক্ষিণ অস্ট্রেলিয়া তোলে ৩৮০ রান। জেসন সাঙঘার ব্যাট থেকে আসে ম্যাচসেরা ১৪৩ রান। ফলে ২৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অঙ্কনের দল।
দ্বিতীয় ইনিংসে শাহাদাত হোসেন দীপুর ৪৯ আর ইয়াসির আলীর ৩৬ রান কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই। অধিনায়ক মাহিদুল অঙ্কন (৩০) ও নাঈম হাসান (২২) ষষ্ঠ উইকেটে ৪৮ রানের জুটি গড়লেও দলকে বাঁচাতে পারেননি। শেষ দিকে হাসান মাহমুদ ও হাসান মুরাদের লড়াইয়েও শেষ রক্ষা হয়নি। মুরাদ করেন ৪২ রান।
বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস থামে ২৫৪ রানে। দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে জর্ডান বাকিংহাম নেন ৩ উইকেট, ওয়েস অ্যাগার, হ্যান্নো জ্যাকবস ও হেনরি থর্নটন নেন দুটি করে উইকেট। উইকেটরক্ষক হ্যারি নিয়েলসেন ধরেন ম্যাচে সর্বোচ্চ ৬টি ক্যাচ।
ম্যাচের সারসংক্ষেপ:
বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংস: ১১৪
দক্ষিণ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৮০
বাংলাদেশ ‘এ’ দ্বিতীয় ইনিংস: ২৫৪
ফল: দক্ষিণ অস্ট্রেলিয়া জয়ী ইনিংস ও ১২ রানে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD