ডিএনএ পরীক্ষায় ফাঁস: দুই ছেলে কারওই জৈবিক সন্তান নন এক চীনা ব্যক্তির

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

ডিএনএ পরীক্ষায় ফাঁস: দুই ছেলে কারওই জৈবিক সন্তান নন এক চীনা ব্যক্তির

চীনের শানডং প্রদেশে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ৪৫ বছর বয়সী জিয়াং হংতাও ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন, তাঁর দুই ছেলের কেউই আসলে তাঁর জৈবিক সন্তান নন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বড় ছেলে জিয়াং রুনঝের সঙ্গে ঝগড়ার সময় বিষয়টি সামনে আসে। রুনঝে চিৎকার করে বলে, “তুমি আমার বাবা নও”—এরপরই সন্দেহ হয় জিয়াংয়ের। তিনি ছেলের টুথব্রাশ সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করান। ফলাফলে দেখা যায়, জৈব সম্পর্ক নেই। পরে ছোট ছেলেরও একই ফলাফল আসে।

জিয়াংয়ের দাবি, বড় ছেলের বাবা তাঁদের গ্রামের সচিব এবং ছোট ছেলের বাবা তাঁরই চাচাতো ভাই। এ ঘটনায় তিনি প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। তিনি তিন লাখ ইয়েন (প্রায় ৪২ হাজার ডলার) ফেরত এবং মানসিক ক্ষতিপূরণ চান।

আদালতের রায়ে নিশ্চিত হয়েছে, দুই ছেলে কারও সঙ্গেই জিয়াংয়ের রক্তের সম্পর্ক নেই। তবে খরচ ফেরত নিয়ে বিরোধ এখনো চলমান। ইতোমধ্যে জিয়াংয়ের চাচাতো ভাইয়ের স্ত্রীও তাঁর স্বামী ও জিয়াংয়ের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের মামলা করেছেন।

এই ঘটনা চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। এক পোস্টে বলা হয়েছে, “জিয়াং ২২ বছর ধরে সন্তানদের লালন করলেন, অথচ শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতার শিকার হলেন।”

সর্বশেষ নিউজ