১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ডিজির সঙ্গে তর্কের ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ধনদেব বর্মণ দায়িত্ব থেকে অব্যাহতি

admin
প্রকাশিত ০৬ ডিসেম্বর, শনিবার, ২০২৫ ২৩:১৩:০৪
ডিজির সঙ্গে তর্কের ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ধনদেব বর্মণ দায়িত্ব থেকে অব্যাহতি

Manual4 Ad Code

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কাতর্কির ঘটনায় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব চন্দ্র বর্মণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার বিকেলে হাসপাতাল প্রশাসন তাঁকে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ’ অভিযোগে শোকজ নোটিশও প্রদান করে।

Manual3 Ad Code

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস বিকেল ৪টার দিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সরকারি চাকরি বিধিমালার বিরোধী—এ কারণেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে হবে চিকিৎসককে।

Manual4 Ad Code

এর আগে স্বাস্থ্য ডিজি সেমিনারে যোগ দেওয়ার আগে হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্ষের ভেতরে টেবিল রাখার বিষয়ে প্রশ্ন করলে ডা. ধনদেব বর্মণের সঙ্গে ডিজির তর্কাতর্কি হয়।

ডা. ধনদেব বর্মণ ২০২৩ সালের ৮ আগস্ট থেকে ওয়ান–স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি বছরের জুলাইয়ে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।

ঘটনার প্রতিক্রিয়ায় ডা. ধনদেব বলেন, ডিজি তাঁর সঙ্গে রূঢ় আচরণ করেছেন। তিনি বলেন, “আমি চাকরির শেষ বয়সে। সীমাবদ্ধতার কথা বলায় তিনি রেগে গেছেন। ক্ষমতার অপব্যবহার করেছেন।” শোকজ নোটিশ সম্পর্কে তিনি আরও বলেন, “আমি আর চাকরি করব না। নিজে থেকেই চলে যাব দু-এক দিনের মধ্যে।”

Manual3 Ad Code