ডিসেম্বরেই দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

ডিসেম্বরেই দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা

দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। মোট ছয়টি বিষয়ে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

আজ রোববার (৩১ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা আগামী ২১, ২২, ২৩, ২৪, ২৮ ও ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—

  • কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ

  • আরবি প্রথম ও দ্বিতীয় পত্র

  • বাংলা

  • ইংরেজি

  • গণিত

  • বাংলাদেশ ও বিশ্বপরিচয়

  • বিজ্ঞান

প্রতিটি বিষয়ে পূর্ণ নম্বর ১০০ করে মোট ৬০০ নম্বরে পরীক্ষা হবে।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে প্রতিটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন পরে জানানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ