১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ডেমরায় অছিম পরিবহনের বাসে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে দিনভর বিক্ষোভ, বাস চলাচল বন্ধ

admin
প্রকাশিত ০৭ জানুয়ারি, বুধবার, ২০২৬ ২২:৪৪:৫৭
ডেমরায় অছিম পরিবহনের বাসে ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে দিনভর বিক্ষোভ, বাস চলাচল বন্ধ

Manual3 Ad Code

ঢাকা, বুধবার:
রাজধানীর ডেমরায় অছিম পরিবহনের একটি বাসে এক ছাত্রীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) ও অশোভন আচরণের অভিযোগে দিনব্যাপী বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে স্টাফ কোয়ার্টার এলাকায় অছিম পরিবহনের সব বাস চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বাস চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি সকাল সোয়া ৮টার দিকে মিরপুর থেকে ডেমরা আসার পথে অছিম পরিবহনের একটি বাসে চালক ও হেলপারের দ্বারা অশোভন আচরণের শিকার হন এক ছাত্রী। ঘটনার প্রতিবাদে আজ সকালে শিক্ষার্থীরা বনশ্রী ব্রিজের সামনে অভিযুক্ত বাসটি থামানোর চেষ্টা করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা বাসটি থামানোর সংকেত দিলে চালক বাস না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় এক শিক্ষার্থী দৌড়ে বাসে উঠতে গেলে হেলপার তাঁকে লাঠি দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে দেন। একই সঙ্গে আরেক শিক্ষার্থীকে বাস দিয়ে ধাক্কা দেওয়া হলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

Manual7 Ad Code

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিকেলে শিক্ষার্থীরা স্টাফ কোয়ার্টার এলাকায় জড়ো হয়ে অছিম পরিবহনের সব বাস আটকে দেন। এতে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।

Manual6 Ad Code

ভুক্তভোগী ছাত্রী জানান, বাসে হেনস্তার শিকার হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, “গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। প্রকাশ্যে এ ধরনের হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি আরও জানান, ঘটনার সময় বাসে থাকা অন্য যাত্রীরাও চালক ও হেলপারের আচরণের তীব্র নিন্দা জানান।

Manual4 Ad Code

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাইফুর রহমান মির্জা বলেন, “অছিম পরিবহন বন্ধ রাখা নিয়ে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা থানায় বসে সমাধানের চেষ্টা করছি। এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Manual4 Ad Code