⚫
মৃত নারী আজিমুন্নেসা, স্বামী রাজমিস্ত্রি; ব্র্যাক কর্মকর্তার ‘চাপের’ অভিযোগ পরিবারের
রাজধানীর ডেমরায় আজিমুন্নেসা (৫২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পূর্ব বক্সনগর হজরত হাজি রোডের ফারুকের বাড়ির তৃতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করে ডেমরা থানা-পুলিশ।
পুলিশ জানায়, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মৃতের স্বামী রাজমিস্ত্রি আব্দুল মজিদ মোল্লা (৬৩) ভোর সাড়ে ৪টার দিকে কাজের উদ্দেশ্যে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে তিনি স্ত্রীর মৃত্যুর খবর পান। ধারণা করা হচ্ছে, ওই সময়ের মধ্যেই আজিমুন্নেসা নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরিবারের দাবি, আজিমুন্নেসার প্রায় ৫ লাখ টাকা ঋণ ছিল বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কাছে। সেই ঋণের চাপেই তিনি আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় আজ বিকেলে ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন মৃতের স্বামী।
মৃতের স্বামী আব্দুল মজিদ মোল্লা বলেন,
> “প্রথম স্ত্রীর মৃত্যুর পর ৩৫ বছর আগে আজিমুন্নেসাকে বিয়ে করি। তিন মেয়ের বিয়ে দেওয়াসহ নানা কারণে ব্র্যাক, আশা, প্রশিকা–সহ সাতটি এনজিও থেকে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ নিই আমরা। ব্র্যাকের কিস্তি পরিশোধে দেরি হওয়ায় গতকাল এক কর্মকর্তা আমার স্ত্রীকে কড়া ভাষায় চাপ দেন।”
তিনি আরও বলেন,
> “সেই কর্মকর্তা আমার স্ত্রীকে বলেন, ‘ঋণ পরিশোধ না করলে আপনি মরে গেলে উল্টো আমি ১০ হাজার টাকা দিয়ে যাব।’ এই কথার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন আজিমুন্নেসা।”
এ দম্পতির তিন মেয়ে রয়েছে, যাদের বিয়ের পর তারা স্বামী-স্ত্রী একাই বর্তমান ভাড়া বাসায় থাকতেন।
ওসি মো. মাহমুদুর রহমান বলেন,
> “আজ সকালে মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর সঠিক কারণ জানা যাবে।”
স্থান: পূর্ব বক্সনগর, ডেমরা, ঢাকা
সময়: শুক্রবার, ৩১ অক্টোবর সকাল
নিহত: আজিমুন্নেসা (৫২)
স্বামী: আব্দুল মজিদ মোল্লা (৬৩), রাজমিস্ত্রি
সম্ভাব্য কারণ: এনজিও ঋণের চাপ
থানা: ডেমরা