১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ডেমরায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে সাবেক এমপি সজলসহ ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

admin
প্রকাশিত ১১ নভেম্বর, মঙ্গলবার, ২০২৫ ১৯:০১:৪০
ডেমরায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে সাবেক এমপি সজলসহ ২২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

Manual3 Ad Code

রাজধানীর ডেমরায় সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (ঢাকা-৫) মশিউর রহমান মোল্লা সজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ২২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Manual3 Ad Code

অভিযুক্তদের মধ্যে ডেমরা থানা মহিলা লীগের প্রচার সম্পাদক ফয়জুন নাহার দিপাকে (৩৫) মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (১০ নভেম্বর) রাতে ডেমরা থানায় সরকার ও রাষ্ট্রবিরোধী মিছিলের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় আরও ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতনামাকেও আসামি করা হয়েছে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, গতকাল সকাল ৬টার দিকে মাতুয়াইল-কোনাপাড়া এলাকায় সাবেক এমপি মশিউর রহমান মোল্লা সজলের ব্যানারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী আকস্মিকভাবে মিছিল বের করেন এবং সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত সরে যায়।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—সাবেক এমপি মশিউর রহমান মোল্লা সজল, ফয়জুন নাহার দিপা, মো. হানিফ তালুকদার, মো. আকরামুল ইসলাম সাগর, সিফাত সাদেকিন ফয়সাল, জুবায়েদ সাদাফ সাজিদ, দিপু আহমেদ, মো. হাকিম মীর, হাবিবুর রহমান হাবিব, মো. জাহাঙ্গীর হোসেন, রেজাউল হক রেজু, হানিফ ভূঁইয়া, মো. আবু বক্কর সিদ্দিক, মো. শ্রাবণ আহম্মেদ, পলিন সাউদ, মো. নিয়াজ উদ্দিন, মো. জাফর আলী, মো. জাকির হোসেন, জিহাদ, মো. শফিকুল ইসলাম শফিক, শামিম ওরফে কাইল্যা শামিম ও মুসলা চৌধুরী ওরফে মুসলা মেলা।

পুলিশের দাবি, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে—মিছিলের অর্থায়ন করেছেন সাবেক এমপি সজল, ফয়জুন নাহার দিপা, হানিফ তালুকদার ও আকরামুল ইসলাম সাগর।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন,
“মামলায় যাঁদের নাম এসেছে, তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Manual1 Ad Code