১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এবারের বইমেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

admin
প্রকাশিত ৩১ জানুয়ারি, শুক্রবার, ২০২৫ ১৯:৩০:৪১
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এবারের বইমেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

Manual8 Ad Code

অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে—এমন বিষয়বস্তু (কনটেন্ট) ঠেকাতে মেলায় বই প্রকাশের আগেই পাণ্ডুলিপি যাচাই করতে বাংলা একাডেমিকে বলেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চাইছে, ২০২৬ সালের একুশে বইমেলা থেকে এই ব্যবস্থা চালু করা হোক। আজ শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এবারের বইমেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কথা বলেন।

Manual8 Ad Code

সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, এর আগে বইয়ের কনটেন্ট নিয়ে মেলায় সমস্যা হয়েছে, এমন পরিস্থিতি এড়াতে পুলিশের কোনো উদ্যোগ আছে কি না? এর জবাবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমরা একটা সমন্বয় সভা করেছিলাম, সেখানে বাংলা একাডেমির কর্মকর্তারা ছিলেন। তাঁদের আমরা রিকোয়েস্ট (অনুরোধ) করেছি, এ রকম কোনো বই যেন মেলায় না আসে, যেখানে উসকানিমূলক কথা বা লেখা আছে। এটা যেন ওনারা স্ক্যানিং করেন, ভেটিং করে স্টলে উপস্থাপন করেন। আমি আশা করি, তাঁরা তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।’ এ সময় তাঁর পাশে থাকা ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, ‘আমরা এবার বাংলা একাডেমিকে সাজেস্ট (পরামর্শ দেওয়া) করছি, আগামীতে নতুন যে বইগুলো প্রকাশিত হবে, তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিতে জমা দেওয়া হয়। তারা এটা যাচাই-বাছাই করবে, পড়ে দেখবে যে এমন কোনো বিষয়বস্তু না হয়, যেটা আমাদের সোশ্যাল লাইফকে ডিজরাপ্ট করে, আমাদের কমিউনাল হারমোনিকে ডিজরাপ্ট করে, আমাদের দেশদ্রোহী কোনো বক্তব্য বা প্রকাশনা বা সরকারকে ডিস্টাবিলাইজ (অস্থির) করে—এ রকম কোনো ধরনের প্রকাশনা যেন মেলায় না আসে। এটা আমরা রিকোয়েস্ট করেছি বাংলা একাডেমিকে।’

 

 

পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম আরও বলেন, ‘আশা করি আগামী বছর থেকে এটা আমরা করাইতে পারব বাংলা একাডেমিকে দিয়ে যে বই প্রকাশের আগে পাণ্ডুলিপি তাদের দিতে হবে। তারা অনুমতি দিলেই সেটা শুধু প্রকাশ হবে।’

 

‘আওয়ামী লীগের কর্মসূচিতে শঙ্কা নেই’

ফেব্রুয়ারি মাসজুড়ে আওয়ামী লীগ হরতাল-অবরোধসহ যেসব কর্মসূচি দিয়েছে, তাতে শঙ্কার কারণ দেখছেন কি না, এক সাংবাদিক এ প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, ‘দিস ইজ দ্য ওয়ার্ল্ড অব মিডিয়া। এক মিনিটের ভেতরে এই ঢাকা শহরের খবর ব্রাজিলে চলে যাচ্ছে। এমনকি যদি টাওয়ার থাকে, ব্রাজিলের আমাজন বনভূমিতে কমিউনিকেশন হয়ে যাচ্ছে। সো এই যুগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। আপনারা দেখছেন আমরা সেই সব প্রোগ্রাম মোকাবিলা করছি। ভিডিও বার্তা, মিডিয়ার জগৎ-প্রোগ্রাম দিতেই পারে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। তারা যদি এ রকম কোনো অ্যাটেম্পট নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নেব। তবে আপাতত আমরা এ রকম কোনো শঙ্কা দেখছি না।’

 

কারামুক্ত ‘জঙ্গিদের’ ওপর নজরদারি

অমর একুশে বইমেলা ঘিরে কারামুক্ত জঙ্গিদের ওপর নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ। জঙ্গি হামলার কোনো শঙ্কা রয়েছে কি না, সেই প্রশ্নের সরাসরি জবাব দেননি ডিএমপি কমিশনার।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে লেখক–অধ্যাপক হুমায়ুন আজাদকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়। কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর ওই বছর আগস্টে গবেষণার জন্য জার্মানিতে যান এই লেখক। পরে ১২ আগস্ট মিউনিখে নিজের ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

 

Manual5 Ad Code

এরপর ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে জঙ্গি হামলায় ঘটনাস্থলেই নিহত হন যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিজিৎ রায়। চাপাতির আঘাতে আঙুল হারান তাঁর স্ত্রী।

২০২৩ সালে একটি জঙ্গি সংগঠনের নামে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে উড়োচিঠি দিয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই শেষ হয় মেলা।

 

এসব হামলার অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদের অনেকেই এখন কারামুক্ত। তাদের বিষয়ে পুলিশ কোনো শঙ্কা দেখছে কি না, এ প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, ‘যারা (কারাগার থেকে) বের হইছে, আমরা তাদের নজরদারিতে রাখছি। যারা এ রকম সন্দিগ্ধ লোকজন আছে, আমরা খেয়াল রাখব।’