১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকা কলেজে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সরকারি কলেজে কর্মবিরতি

admin
প্রকাশিত ১৪ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫ ১৬:৫১:১৭
ঢাকা কলেজে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সরকারি কলেজে কর্মবিরতি

Manual5 Ad Code

কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা কলেজে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের সরকারি কলেজগুলোতে কর্মবিরতি পালন করছেন শিক্ষক পদে নিয়োজিত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। পাশাপাশি তাঁরা কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচিও পালন করছেন।

Manual3 Ad Code

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর একাধিক সরকারি কলেজ ও শিক্ষা দপ্তরে গিয়ে দেখা গেছে, শিক্ষা ক্যাডার কর্মকর্তারা সকাল থেকে শ্রেণিকক্ষে প্রবেশ না করে কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

Manual5 Ad Code

মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাফসা বেগম বলেন,

“ঢাকা কলেজে গতকালের ন্যক্কারজনক ঘটনায় আমরা মর্মাহত। তাই দিনব্যাপী কর্মবিরতি পালন করছি।”

কর্মবিরতির কারণে আজ কোনো ক্লাস-পরীক্ষা হয়নি ইডেন মহিলা কলেজে। ক্লাস বন্ধ রয়েছে ঢাকা কলেজেও। একই পরিস্থিতি দেখা গেছে মিরপুর সরকারি বাঙলা কলেজ, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, শেরপুর সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শিক্ষকদের এই কর্মসূচির কারণে আজকের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের এবং সব প্রফেশনাল কোর্সের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

Manual7 Ad Code

এর আগে সোমবার বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সারা দেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ডাক দেয়।

গতকাল ঢাকা কলেজের স্বতন্ত্র কাঠামো বিলুপ্তির আশঙ্কায় কলেজটির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অভিযাত্রা কর্মসূচি পালন করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। অপরদিকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের একাংশ শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি নেন। এ সময় শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

শিক্ষা ক্যাডার কর্মকর্তারা অভিযোগ করেছেন, সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরাই হামলা চালিয়েছে। তবে শিক্ষার্থীরা দাবি করেছেন, শিক্ষকরা তাঁদের দুই সহপাঠীকে পিটিয়ে আহত করেছেন।

Manual3 Ad Code