স্বকীয়তা রক্ষা ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে এবং শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সাড়ে ১১টার দিকে তাঁরা মিছিলসহ ক্যাম্পাসে ফিরে যান।
শিক্ষার্থীরা বলেন, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠন করা হলে ঐতিহ্যবাহী কলেজগুলোর স্বকীয়তা নষ্ট হবে এবং উচ্চমাধ্যমিক স্তর বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। তাই তাঁরা এই উদ্যোগ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।
বিক্ষোভ চলাকালে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক আজকের পত্রিকাকে বলেন,
“ঢাকা কলেজ ও বদরুন্নেসা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করলে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে আমরা তাঁদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে দিই।”
বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগে উত্তেজনা
শিক্ষা মন্ত্রণালয় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের উদ্যোগ নিয়েছে।
এই উদ্যোগের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ নিয়ে এক শিক্ষার্থীকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার ঘটনার প্রতিবাদে আজকের এই সড়ক অবরোধ কর্মসূচি হয়।
গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাঠামোর খসড়া প্রকাশ করে মতামত চায়। ৯ অক্টোবর পর্যন্ত প্রায় ৬ হাজার মতামত জমা পড়ে। বর্তমানে সেসব মতামতের বিশ্লেষণ কাজ চলছে।
মন্ত্রণালয় জানিয়েছে, শিগগিরই শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ধারাবাহিক পরামর্শ সভা আয়োজন করা হবে।