২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকা গামি কালনী এক্সপ্রেসের ১১টি বগি ফেলে চলে গেল

admin
প্রকাশিত ১৩ এপ্রিল, রবিবার, ২০২৫ ২২:২৬:৩২
ঢাকা গামি কালনী এক্সপ্রেসের ১১টি বগি ফেলে চলে গেল

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক : সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বগিগুলো ফেলে রেখে চলে যায় ট্রেনটি।

Manual6 Ad Code

আজ রোববার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে কুলাউড়ার ভাটেরা রেলস্টেশনের কাছে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ট্রেনটি বরমচাল স্টেশনে প্রবেশ করলে ধরা পড়ে বিষয়টি। পরে ৩ ঘণ্টা পর পুনরায় বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় কালনী এক্সপ্রেস।

Manual1 Ad Code

 

 

Manual8 Ad Code

 

বরমচাল রেলস্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় পিছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে।

Manual6 Ad Code

 

 

তিনি আরও বলেন, ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।