ঢাকা, বুধবার: আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সাভারের আমিনবাজার ও বিরুলিয়ায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ ছাড়া পাঁচটি পুলিশ ভ্রাম্যমাণ দল ঢাকা-আরিচা মহাসড়কে টহল দিচ্ছে।
আজ বুধবার দুপুরের পর ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ঢাকামুখী লেন ও বিরুলিয়া সেতুর কাছে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ সব ধরনের ঢাকাগামী যানবাহন থামিয়ে যাত্রীদের পরিচয় ও ঢাকায় যাওয়ার কারণ যাচাই করছে। তবে সন্ধ্যা পর্যন্ত কেউ আটক হয়নি, জানিয়েছে পুলিশ।
সকাল থেকে মহাসড়কে দূরপাল্লার যানবাহনের চলাচল সীমিত থাকলেও রাজধানী ও আশপাশের এলাকার বাস চলাচল অনেকটা স্বাভাবিক দেখা গেছে।
যানবাহনের চালক ও সহকারীরা জানিয়েছেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনার পর পরিবহনকর্মী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এজন্য অনেক মালিক তাঁদের বাস বের করছেন না।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন,
“আগামীকালের লকডাউনকে সামনে রেখে মানুষের জানমাল রক্ষায় আমিনবাজার ও বিরুলিয়ায় চেকপোস্ট বসানো হয়েছে। মহাসড়কে চলাচলরত যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। এছাড়া পাঁচটি টহল দল মহাসড়কে টহলে রয়েছে।”
এভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে রাজধানীতে জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে।