১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকা লকডাউন: সাভারে চেকপোস্ট, ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের তল্লাশি

admin
প্রকাশিত ১২ নভেম্বর, বুধবার, ২০২৫ ২২:৪০:৫৪
ঢাকা লকডাউন: সাভারে চেকপোস্ট, ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের তল্লাশি

Manual3 Ad Code

ঢাকা, বুধবার: আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সাভারের আমিনবাজার ও বিরুলিয়ায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এ ছাড়া পাঁচটি পুলিশ ভ্রাম্যমাণ দল ঢাকা-আরিচা মহাসড়কে টহল দিচ্ছে।

Manual7 Ad Code

আজ বুধবার দুপুরের পর ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ঢাকামুখী লেনবিরুলিয়া সেতুর কাছে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ সব ধরনের ঢাকাগামী যানবাহন থামিয়ে যাত্রীদের পরিচয় ও ঢাকায় যাওয়ার কারণ যাচাই করছে। তবে সন্ধ্যা পর্যন্ত কেউ আটক হয়নি, জানিয়েছে পুলিশ।

সকাল থেকে মহাসড়কে দূরপাল্লার যানবাহনের চলাচল সীমিত থাকলেও রাজধানী ও আশপাশের এলাকার বাস চলাচল অনেকটা স্বাভাবিক দেখা গেছে।

Manual2 Ad Code

যানবাহনের চালক ও সহকারীরা জানিয়েছেন, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনার পর পরিবহনকর্মী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এজন্য অনেক মালিক তাঁদের বাস বের করছেন না।

Manual4 Ad Code

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন,

Manual7 Ad Code

“আগামীকালের লকডাউনকে সামনে রেখে মানুষের জানমাল রক্ষায় আমিনবাজার ও বিরুলিয়ায় চেকপোস্ট বসানো হয়েছে। মহাসড়কে চলাচলরত যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। এছাড়া পাঁচটি টহল দল মহাসড়কে টহলে রয়েছে।”

এভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে রাজধানীতে জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে।