১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকা-সিলেট মহাসড়কে ১৭ কিমি যানজট, ভোগান্তিতে হাজারো যাত্রী

admin
প্রকাশিত ০২ অক্টোবর, বৃহস্পতিবার, ২০২৫ ১৫:০৩:০৬
ঢাকা-সিলেট মহাসড়কে ১৭ কিমি যানজট, ভোগান্তিতে হাজারো যাত্রী

Manual6 Ad Code

চার দিনের ছুটি ঘিরে রাজধানী ছাড়তে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়েছেন হাজারো মানুষ। একই পরিস্থিতি দেখা গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় যানবাহন চলছে খেয়ানৌকার মতো থেমে থেমে। সাধারণত সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে আধা ঘণ্টা সময় লাগলেও বুধবার সেখানে তিন থেকে চার ঘণ্টা লেগেছে।

Manual4 Ad Code

যাত্রী রুহেল অভিযোগ করেন, সাধারণত সিলেট যেতে ৬–৭ ঘণ্টা সময় লাগে, অথচ সকালে রওনা হয়েও এখনো নরসিংদী পার হতে পারেননি। আরেক যাত্রী সুমন আচার্য্য বলেন, “পূজার ছুটিতে সবসময় গ্রামে যাই, তবে এরকম ভোগান্তিতে কখনো পড়িনি।”

Manual8 Ad Code

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, পূজা ছুটি ঘিরে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি যানবাহন রাস্তায় নেমেছে। বৈরী আবহাওয়া ও অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজট বেড়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। গাড়ির চাপ কমলেই যান চলাচল স্বাভাবিক হবে।