১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, আপিলের ঘোষণা

admin
প্রকাশিত ০৩ জানুয়ারি, শনিবার, ২০২৬ ১৪:৪০:৩৩
ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, আপিলের ঘোষণা

Manual6 Ad Code

ঢাকা:
ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্ত জানান।

Manual5 Ad Code

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা সমর্থনকারী ভোটারদের তথ্য যাচাই করে দুজন ভোটারের তথ্যে অসংগতি পাওয়া যায়। বিধি অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশের স্বাক্ষর বা সমর্থন থাকতে হয়। তথ্য যাচাইয়ের সময় ওই দুই ভোটারের আসনসংক্রান্ত গরমিল ধরা পড়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

Manual2 Ad Code

মনোনয়নপত্র বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, ‘যাঁদের তথ্যে গরমিল পাওয়া গেছে, তাঁদের একজন যে ঢাকা-৯ আসনের ভোটার নন, তা জানার কোনো সুযোগ আমার ছিল না। অন্যজন তাঁর জাতীয় পরিচয়পত্রের হার্ড কপিতে থাকা ঠিকানা অনুযায়ী নিজেকে এই আসনের ভোটার বলেই জানতেন। তবে নির্বাচন কমিশনের ডাটাবেজ অনুযায়ী তিনি এই আসনের ভোটার নন।’

তিনি আরও বলেন, এই ধরনের যান্ত্রিক বা তথ্যগত ত্রুটির কারণে মনোনয়নপত্র বাতিল হওয়াকে তিনি অনভিপ্রেত মনে করেন এবং সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন ডা. তাসনিম জারা। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রতিবাদ জানিয়ে তিনি দল ছাড়েন এবং পরে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।