নির্বাচনকালীন স্বচ্ছতা নিশ্চিতে প্রথমবার লটারিভিত্তিক বাছাই**
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারিভিত্তিক এ পদায়ন নির্বাচনকালীন দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বরের পর কর্মকর্তারা পর্যায়ক্রমে নতুন কর্মস্থলে যোগ দেবেন।
লটারির আগে বাছাই প্রক্রিয়া
লটারি আয়োজনের পূর্বে বিভিন্ন ইউনিটপ্রধানদের কাছ থেকে বিএনপি আমল ও ১/১১ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত ব্যাচগুলোর মধ্যে থেকে সৎ, নিরপেক্ষ ও পেশাদার কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হয়। যাচাই–বাছাইয়ের পর সেই তালিকাই লটারির মাধ্যমে চূড়ান্ত হয়।
এ প্রক্রিয়ায় ৮০% কর্মকর্তা অভ্যন্তরীণ রেঞ্জ থেকে এবং ২০% কর্মকর্তা বাইরের রেঞ্জ থেকে মনোনয়ন পেয়েছেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “পুরো পদায়ন স্বচ্ছতা রক্ষা করেই করা হয়েছে, যাতে কোনো বিতর্ক না হয়। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে দক্ষ কর্মকর্তাদেরই বেছে নেওয়া হয়েছে।”
কোন রেঞ্জে কতজন ওসি বদলি
-
ঢাকা রেঞ্জ: ১৩ জেলা → ৯৮ থানা
-
চট্টগ্রাম রেঞ্জ: ১১ জেলা → ১১১ থানা
-
খুলনা রেঞ্জ: ১০ জেলা → ৬৪ থाना
-
ময়মনসিংহ রেঞ্জ: ৪ জেলা → ৩৬ থানা
-
বরিশাল রেঞ্জ: ৬ জেলা → ৪৬ থানা
-
সিলেট রেঞ্জ: ৪ জেলা → ৩৯ থানা
-
রাজশাহী রেঞ্জ: ৮ জেলা → ৭১ থানা
-
রংপুর রেঞ্জ: ৮ জেলা → ৬২ থানা
কর্মকর্তাদের ৬ ডিসেম্বর পর্যন্ত বর্তমান থানায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাঁরা অসমাপ্ত কাজ শেষ করতে পারেন।
কোন ব্যাচগুলো প্রাধান্য পেল
সদর দপ্তরের সূত্র বলছে, এবার লটারিভিত্তিক পদায়নে ২০০৩, ২০০৫, ২০০৭, ২০০৯ ও ২০১১ ব্যাচের কর্মকর্তারা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছেন।
এ ছাড়া ১/১১ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত ব্যাচের কর্মকর্তারাও বেশকিছু গুরুত্বপূর্ণ থানায় পদায়ন পেয়েছেন।
অভ্যন্তরীণ সূত্র মতে, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও নির্বাচনকালীন নির্ভরযোগ্যতা বিবেচনায় এই ব্যাচগুলো অগ্রাধিকার পেয়েছে। তবে ব্যাচগত ভারসাম্য ও পদোন্নতি–বঞ্চনা নিয়ে কিছু কর্মকর্তার মধ্যে অসন্তোষ রয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (বর্তমানে অতিরিক্ত আইজিপি) আহসান হাবীব পলাশ বলেন, “পদায়নের পুরো সিদ্ধান্ত এসেছে সরকারের উচ্চ পর্যায় থেকে। আমরা শুধু তালিকা পাঠিয়েছি।”
মেট্রোপলিটন থানাগুলোর সিদ্ধান্ত এখনো বাকি
লটারিতে নির্বাচিত ৫২৭ কর্মকর্তার তালিকা ‘প্রস্তাবিত’ হলেও ঢাকা, চট্টগ্রামসহ ৮টি মহানগরের থানাগুলো লটারির বাইরে রাখা হয়েছে। এসব থানায় কে ওসি হবেন—এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন সংশ্লিষ্ট পুলিশ কমিশনাররা।
দেশে মোট ৬৩৯টি থানার মধ্যে ৫২৭টি জেলা পর্যায়ের এবং ১১০টি মহানগর এলাকার থানা।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার বলেন, “রাষ্ট্রীয় প্রেক্ষাপট বিবেচনায় লটারিভিত্তিক পদায়নকে আমরা স্বাগত জানাই। তবে অযোগ্য বা বিতর্কিত কেউ পদায়ন পেলে তাকে পরিবর্তন করা হবে।”
এর আগের পদায়ন
গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারিভিত্তিক পদায়ন করা হয়েছিল।