তরুণদের শক্তিই জাতির চালিকাশক্তি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫

তরুণদের শক্তিই জাতির চালিকাশক্তি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণ সমাজের মেধা, শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন সম্ভব। তিনি মনে করেন, তরুণেরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না।

আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, তারুণ্যের শক্তিই জাতির চালিকাশক্তি। তরুণেরা এখন শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রাখছে। তিনি স্মরণ করিয়ে দেন, চব্বিশের গণ–অভ্যুত্থানে তরুণেরাই নেতৃত্ব দিয়েছে এবং ইতিহাস রচনা করেছে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “চ্যালেঞ্জ আসবেই—কখনো জনস্বাস্থ্য, কখনো শিক্ষা বা পরিবেশ নিয়ে। তবে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে সেগুলো মোকাবিলা করতে হবে।”

স্বেচ্ছাসেবাকে আত্মউন্নয়ন ও নেতৃত্বগুণ বিকাশের শ্রেষ্ঠ উপায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণেরা ভবিষ্যতে সমাজের নীতিনির্ধারক ও পরিবর্তনের স্থপতি হয়ে উঠবে।

অনুষ্ঠানে সমাজে অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জন তরুণকে পুরস্কার দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই পুরস্কার কেবল স্বীকৃতি নয়, বরং আরও সাহসী হয়ে নেতৃত্ব দেওয়ার আহ্বান।

ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, তরুণদের প্রতিটি ছোট প্রচেষ্টাই দেশের জন্য বিশাল অর্জনের পথ তৈরি করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ