সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫
আষাঢ়ের ১৮ দিন পেরিয়ে যাচ্ছে,এখনও দেখা নেই কাঙ্ক্ষিত বৃষ্টির। এর মধ্যেই চলতি মাসে আরও তিন থেকে সর্বোচ্চ পাঁচটি তাপপ্রবাহের আভাস দিলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মমিনুল ইসলামে স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে এসব তথ্য।
শুধু তাই নয়, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে বেশ কয়েকটি লঘুচাপ, যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে কয়েকটি। ফলে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে উপকূলীয় অঞ্চলে।
এ মাসে বঙ্গোপসাগরে ৪ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, নেই বন্যার কোনো আশঙ্কা।
পূর্বাভাস অনুযায়ী, চলতি জুলাই মাসে দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে তিন থেকে সর্বোচ্চ পাঁচটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ।
আরও জানানো হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে এ মাসে। বজ্রসহ বৃষ্টি হতে পারে ১০ থেকে ১২ দিন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD