তামাবিল হাইওয়ে থানার অভিযানে ইয়াবাসহ আটক, মাদকের বিরুদ্ধে জোরদার সাফল্য

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

তামাবিল হাইওয়ে থানার অভিযানে ইয়াবাসহ আটক, মাদকের বিরুদ্ধে জোরদার সাফল্য

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে তামাবিল হাইওয়ে থানার টহল টিমের অভিযানে একটি লোকাল বাস থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চিকনাগুল ইউনিয়নের পানিছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল হাইওয়ে থানার টহল টিম সিলেট-জ-১১-০১৭৭ নাম্বারযুক্ত একটি লোকাল বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের পেছনের সিটে থাকা যাত্রী অমর আলী (৫০), পিতা মৃত আসাদ্দর আলী, গ্রাম আদর্শগ্রাম, থানা শাহপরাণ, সিলেটকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশির সময় কালো প্যান্টের বাম পকেট থেকে একটি কালো জিপার ব্যাগ উদ্ধার হয়।

 

 

ব্যাগের ভেতরে লুকানো ছিল মোট ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৭ হাজার ৪শ টাকা। তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, পুলিশ কখনও মাদকের সাথে আপস করে না। সমাজকে ধ্বংস থেকে বাঁচাতে আমরা সর্বদা মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। এই অভিযানে ইয়াবা উদ্ধার প্রমাণ করে, আইনশৃঙ্খলা বাহিনী সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।

 

 

 

 

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর মতে, পুলিশের এ ধরনের কার্যকর পদক্ষেপ সমাজে আস্থা ফিরিয়ে আনছে। মানুষ বিশ্বাস করছে, দায়িত্বশীল পুলিশিং থাকলে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব। নিঃসন্দেহে তামাবিল হাইওয়ে থানার এই সাফল্য শুধু একটি অভিযান নয়, বরং এটি সমাজকে আশার আলো দেখাচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে পুলিশের এ উদ্যোগ দেশজুড়ে ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ