২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রজব, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনায় অনুমতি পেল বিএনপি

admin
প্রকাশিত ২১ ডিসেম্বর, রবিবার, ২০২৫ ২৩:৩৬:১৯
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনায় অনুমতি পেল বিএনপি

Manual2 Ad Code

ঢাকা, ২১ ডিসেম্বর:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেয়েছে দলটি। রোববার (২১ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

Manual7 Ad Code

তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তারেক রহমান। এ উপলক্ষে ওই দিনই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের জন্য বিএনপি ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে অনুমতি চেয়েছিল।

Manual3 Ad Code

শায়রুল কবির খান বলেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বরাবর সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি প্রদান করে একটি চিঠি পাঠিয়েছেন।

Manual4 Ad Code

রোববার রাত ৮টা ৩০ মিনিটে নয়া পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই চিঠি পৌঁছে দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী চিঠিটি গ্রহণ করেন।

দলীয় সূত্র জানায়, সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।