১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসমাবেশের পর পরিচ্ছন্নতা কার্যক্রমে ঢাকা মহানগর উত্তর বিএনপি

admin
প্রকাশিত ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৫ ২১:১৬:১৯
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনসমাবেশের পর পরিচ্ছন্নতা কার্যক্রমে ঢাকা মহানগর উত্তর বিএনপি

Manual8 Ad Code

ঢাকা, ২৫ ডিসেম্বর:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অভূতপূর্ব জনসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর ৩০০ ফুট মহাসড়কসহ আশপাশের এলাকায় সৃষ্ট বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

Manual6 Ad Code

আগামীকাল শুক্রবার সকাল থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এই উদ্যোগে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সংলগ্ন এলাকাগুলো পরিষ্কার করা হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত জনসমাবেশে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড এবং আশপাশের এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, তা ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অপসারণ করবেন।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও অংশ নেবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এ উদ্যোগকে নগর পরিচ্ছন্নতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code