সিলেট ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫
গত বছররে জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানে অসামান্য অবদান রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শতাধিক নেতা-কর্মীকে সম্মাননা দেবে জাতীয়তাবাদী যুবদল।
আগামীকাল সোমবার (৪ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠেয় ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক অনুষ্ঠানে তাঁদের সম্মাননা দেওয়া হবে।
আজ রোববার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না লিখিত বক্তব্যে এ তথ্য জানান।
মুন্না বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশের স্বৈরশাসনের বিরুদ্ধে একটি প্রত্যয় গড়ে উঠেছে। এই সময় যুবদলের ৭৮ জন নেতা-কর্মী শহীদ হন এবং অনেকেই আহত বা পঙ্গুত্ব বরণ করেন। শহীদ পরিবারগুলোর হাতে সম্মাননা স্মারক, উপহারসামগ্রী এবং আর্থিক অনুদান তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
এ ছাড়া দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আপসহীন নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সম্মাননা স্মারক দেওয়া হবে। দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব এবং সাম্প্রতিক অভ্যুত্থানে দিকনির্দেশনার জন্য তারেক রহমানকেও সম্মানিত করা হবে। একইভাবে, আওয়ামী শাসনের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ সম্মাননা পাবেন মহাসচিব মির্জা ফখরুল।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD