১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে স্বপ্নপূরণ ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত।

admin
প্রকাশিত ১৫ জুন, রবিবার, ২০২৫ ১৭:৪৭:৪৬
তাহিরপুরে স্বপ্নপূরণ ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত।

Manual8 Ad Code

শফিকুল ইসলাম স্বাধীন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের সামাজিক ও শিক্ষামূলক সংগঠন “হলহলিয়া স্বপ্নপূরণ ছাত্র সংগঠন”-এর আগামী এক বছরের জন্য নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

 

Manual4 Ad Code

 

 

 

২০১৬ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন বর্তমানে ৭১ জন সক্রিয় সদস্য নিয়ে সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রমজান আলী রবিন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল হালিম। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ কর্মসূচি, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, এবং বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

 

 

 

 

 

Manual6 Ad Code

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সংগঠনের সদস্যদের নিজস্ব উদ্যোগ এবং এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় ২০২২ সালে একতা বাজার এলাকায় “হলহলিয়া স্বপ্নপূরণ পাঠাগার” প্রতিষ্ঠা করা হয়েছে, যা স্থানীয় শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতেও সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও জনবান্ধব করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ।