ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেছে। আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে এ ঘোষণার মাধ্যমে জোটটির যাত্রা শুরু হয়।
জোটে অন্তর্ভুক্ত তিন দল হলো—
সংবাদ সম্মেলনে জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জোটের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।
নাহিদ ইসলাম জানান, তিন দল একত্রে দীর্ঘদিনের ঐক্যপ্রক্রিয়ার ফসল হিসেবে এই জোট গঠিত হয়েছে। পরিবর্তনের পক্ষে থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এই ঐক্যপ্রক্রিয়ায় যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জনগণ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চান। পুরোনো ব্যবস্থায় অতিষ্ঠ তারা। ভুল-ত্রুটি থাকা সত্ত্বেও তিন দল জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্পিরিট নিয়ে নতুন যাত্রা শুরু করেছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম আশা প্রকাশ করেন, তিন দল দিয়ে জোটের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে এর পরিধি আরও বিস্তৃত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—