১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডাক জুম্ম ছাত্র-জনতার

admin
প্রকাশিত ২৮ সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ ২৩:২১:২৩
তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডাক জুম্ম ছাত্র-জনতার

Manual2 Ad Code

খাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’।

Manual7 Ad Code

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব ধরনের পর্যটন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Manual6 Ad Code

দাবিগুলো হলো—
১। আলোচনার প্রারম্ভকাল থেকে পরবর্তী সময় পর্যন্ত যেকোনো হামলা, সহিংসতা বা ভীতি প্রদর্শন রোধে কর্তৃপক্ষ আইনগতভাবে বাধ্য থাকবে এবং সেই নিশ্চয়তা দিতে হবে।
২। ধর্ষণ মামলার বাকি দুই আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া আসামি চয়নশীলের বিচার দ্রুত সম্পন্ন করে দণ্ড কার্যকর করতে হবে এবং তা সরকারি গেজেটে প্রকাশ করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীকে ক্ষতিপূরণ ও পূর্ণাঙ্গ পুনর্বাসন দিতে হবে।


৩। ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সেনা ও সেটলারদের লুটপাট, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং ৩০ দিনের মধ্যে একটি অফিসিয়াল প্রতিবেদন দিতে হবে।
৪। জুম্ম ছাত্র-জনতার ওপর হামলা ও অগ্নিসংযোগে সৃষ্ট ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে।
৫। শান্তিপূর্ণ অবরোধ ভাঙতে সেনার সহযোগিতায় হামলা কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে তার পূর্ণ ক্ষতিপূরণ ও প্রতিকার দিতে হবে।
৬। চলমান আন্দোলনের পর আটক সব জুম্ম ছাত্র-জনতাকে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি হামলার ঘটনায় স্বাধীন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৭। আলোচনায় অংশ নেওয়া ছাত্র-জনতার প্রতিনিধি ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৮। ঘোষিত ১৪৪ ধারা বাতিল করতে হবে।

Manual1 Ad Code