সিলেট ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫
কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার মামলায় ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তারকৃত মো. আবুল হাসান (৪০) তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। তিনি ওই মামলার এজাহারনামীয় আসামি।
গতকাল শুক্রবার রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা-পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালে এপ্রিল মাসের ২০ তারিখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছর ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলাটি করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD