সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫
ভয়ংকর মাদক কেটামিন তোয়ালে ভিজিয়ে শুকিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইতালিতে পাঠানোর চেষ্টা করেছিল একটি আন্তর্জাতিক চক্র। তবে শেষ মুহূর্তে গাজীপুরের টঙ্গীর ফেডেক্স অফিস থেকে ৬ দশমিক ৪৪ কেজি কেটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) ডিএনসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের গোয়েন্দা ইউনিটের কাছে তথ্য ছিল যে কুরিয়ারের মাধ্যমে মাদক পাচার হচ্ছে। সেই সূত্রে গত শুক্রবার অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দীনের নেতৃত্বে একটি বিশেষ দল টঙ্গীর ফেডেক্স অফিসে অভিযান চালায়।
অভিযানে ইতালিগামী একটি পার্সেল পরীক্ষা করে দেখা যায়, কার্টনের ভেতরে সাতটি সাদা তোয়ালে রয়েছে। অস্বাভাবিক ওজন দেখে সন্দেহ হলে রাসায়নিক পরীক্ষায় প্রমাণ মেলে—তোয়ালেগুলো বিশেষ কায়দায় কেটামিন দিয়ে ভিজিয়ে শুকানো হয়েছে।
পরে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে প্রেরককে শনাক্ত করা হয়। ঢাকার গোয়েন্দা ইউনিট চাঁদপুরের মতলব উত্তর থেকে মো. মাসুদুর রহমান জিলানী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের সালথা থানার আটঘর বাজার এলাকা থেকে আন্তর্জাতিক চক্রের অন্যতম হোতা মো. আরিফুর রহমান খোকা (৪৩)-কেও গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়েছে।
ডিএনসি জানায়, জিজ্ঞাসাবাদে খোকা স্বীকার করেছেন যে তিনি কুরিয়ারের মাধ্যমে কেটামিন পাচারে জড়িত। তাঁদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তদন্তে আরও কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।
অধিদপ্তর জানায়, কেটামিন মূলত অস্ত্রোপচারের সময় অচেতন করার ওষুধ হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে ‘পার্টি ড্রাগ’ হিসেবে এর অপব্যবহার হচ্ছে। এটি স্বল্পমেয়াদে হ্যালুসিনেশন ও বিভ্রান্তি তৈরি করে, আর দীর্ঘমেয়াদে কিডনি, মূত্রথলি ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে আসক্তি বাড়ায়। আন্তর্জাতিক মাদকচক্রগুলো কোকেন ও হেরোইন পাচারেও একই কৌশল ব্যবহার করে থাকে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD