ভোটদানে আগ্রহ কমলেও বিএনপি শীর্ষে: ইনোভিশন জরিপ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটদানের আগ্রহ কিছুটা কমলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও বিএনপি সর্বাধিক সমর্থন ধরে রেখেছে। ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে’ (PEPS)-এর দ্বিতীয় দফার ফলাফলে এ তথ্য উঠে এসেছে। বুধবার রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ মিলনায়তনে এ ফল প্রকাশ করা হয়।
জরিপে দেখা গেছে, মার্চ মাসে প্রথম দফায় ৬২ শতাংশ ভোটার ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও দ্বিতীয় দফায় তা নেমে এসেছে ৫৭.৮ শতাংশে। তবে যারা ভোট দিতে চান তাদের মধ্যে রাজনৈতিক পছন্দ প্রকাশের প্রবণতা বেড়েছে ৬৫.৭ শতাংশ থেকে ৮৩.২ শতাংশে।
দলগুলোর প্রতি সমর্থনে বিএনপি সামান্য কমে ৪১.৩ শতাংশ হলেও শীর্ষে রয়েছে। আওয়ামী লীগের সমর্থন বেড়ে দাঁড়িয়েছে ১৮.৮ শতাংশে, আর জামায়াতে ইসলামির সমর্থন প্রায় অপরিবর্তিত থেকে ৩০.৩ শতাংশে রয়েছে। আওয়ামী লীগ অংশ না নিলে বিএনপি (৪৫.৬%) ও জামায়াত (৩৩.৫%) প্রধান সুবিধাভোগী হবে।
ভবিষ্যৎ সরকারের প্রতি জনগণের প্রধান প্রত্যাশা আইন-শৃঙ্খলা উন্নয়ন (৫৭.৫%) ও পণ্যের দাম নিয়ন্ত্রণ (৫৪.৬%)। পাশাপাশি দুর্নীতি হ্রাস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কারের দাবিও উঠে এসেছে।
অতীত নেতাদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান সবচেয়ে জনপ্রিয়। অন্যদিকে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ভোটাররা সমানভাবে বিভক্ত— কেউ চান সব দলকে সুযোগ দেওয়া হোক, কেউ চান বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হোক।