ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করবে আগামীকাল সোমবার।
সূত্র জানায়, বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত ইসির কর্মকর্তাদের সঙ্গে এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে বৈঠক করবে ইইউ প্রতিনিধিরা।
এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে দেশের রাজনৈতিক পরিবেশ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।