ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীকের তালিকায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় ১৬টি প্রতীক বাদ দেওয়া হয়েছে এবং ২০টি নতুন প্রতীক যুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে ইসি মোট ১১৫টি প্রতীক নির্ধারণ করেছিল। সংশোধনের পর নতুন তালিকায় ১১৯টি প্রতীক রাখা হয়েছে।
🔹 নতুনভাবে যুক্ত প্রতীকসমূহ
উট, চিরুনি, টর্চ লাইট, টেবিল ল্যাম্প, ট্রাক্টর, ড্রেসিং টেবিল, তালা, দোতলা বাস, পাগড়ি, পানির ট্যাব, পালকি, ফলের ঝুড়ি, বেবি টেক্সি, বৈদ্যুতিক বাল্ব, মোটরসাইকেল, সিঁড়ি, সূর্যমুখী, রেল ইঞ্জিন, শাপলা কলি, হ্যান্ডশেক।
🔹 বাদ পড়া প্রতীকসমূহ
কলা, খাট, উটপাখি, চার্জার লাইট, টিফিন ক্যারিয়ার, তবলা, তরমুজ, ফ্রিজ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বেলুন, লাউ, শঙ্খ, স্যুটকেস, ফুলের টব।
🔹 সংশোধিত তালিকায় রাখা জনপ্রিয় প্রতীকসমূহ
ধানের শীষ, নৌকা (স্থগিত), লাঙ্গল, সিংহ, হাতি, সেলাই মেশিন, মোটরগাড়ি, চেয়ার, ঘোড়া, হাতপাখা, মশাল, রিকশা, মাছ, ফুলের মালা, কলম, কাস্তে, বাইসাইকেল, হাত, মিনার, রকেট, মোমবাতি, সূর্য, হারিকেন প্রভৃতি।
ইসি জানিয়েছে, প্রতীকের তালিকা হালনাগাদ করার উদ্দেশ্য হলো প্রার্থী ও ভোটারদের জন্য প্রতীকগুলোকে আরও স্পষ্ট, সহজে চিনতে পারা এবং প্রাসঙ্গিক রাখা।