১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

দক্ষিণ কেরানীগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে নারী কারারক্ষীর কাছ থেকে ৩ লাখ টাকার মালামাল ছিনতাই

admin
প্রকাশিত ০৭ জানুয়ারি, বুধবার, ২০২৬ ২২:৪৮:৩৮
দক্ষিণ কেরানীগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে নারী কারারক্ষীর কাছ থেকে ৩ লাখ টাকার মালামাল ছিনতাই

Manual1 Ad Code

ঢাকা, বুধবার:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দায়িত্ব পালনের উদ্দেশে কর্মস্থলে যাওয়ার পথে সাথী আক্তার (৩০) নামের এক নারী কারারক্ষী ছিনতাইয়ের শিকার হয়েছেন। আজ বুধবার সকালে মোজাহিদ নগর আন্ডারপাস-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী সাথী আক্তার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে শ্যামলী মানসিক হাসপাতালে নারী আসামির নিরাপত্তা ডিউটিতে যাচ্ছিলেন। সিএনজিটি মোজাহিদ নগর আন্ডারপাস এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন থেকে চারজন ছিনতাইকারী গতিরোধ করে। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের সোনার চেন, কানে থাকা ১২ আনার এক জোড়া কানের দুল, একটি টেকনো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ভ্যানিটি ব্যাগে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

Manual7 Ad Code

ঘটনার সময় তিনি চিৎকার করলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগীর দাবি অনুযায়ী, ছিনতাই হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।

Manual4 Ad Code

ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে তিনি ডিউটিতে যোগ না দিয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি কারাগার কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন।

Manual1 Ad Code

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।