১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমা উপজেলায় আইন-শৃংখলা কমিটির সভায়- ইউএনও উর্মি রায় সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে

admin
প্রকাশিত ২০ মার্চ, বৃহস্পতিবার, ২০২৫ ১১:৪৩:৫৯
দক্ষিণ সুরমা উপজেলায়  আইন-শৃংখলা কমিটির সভায়- ইউএনও উর্মি রায়  সামাজিক অবক্ষয়ের কারণে  অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে

Manual1 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় বলেছেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ইদানিং আমাদের সমাজে নানামুখী অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এসব অপতৎপরতা আর বাড়তে দেয়া উচিত হবে না। এদের অংকুরেই ধ্বংস করে দিতে হবে। প্রয়োজনে সম্মিলিতভাবে অপকর্মকারীদের মোকাবেলা করতে হবে।

Manual5 Ad Code

 

 

Manual6 Ad Code

 

সাম্প্রতিক সময়ে নাম্বার প্লেইটবিহীন অননুমোদিত সিএনজিচালিত অটোরিক্সার মাধ্যমে ছিনতাই-রাহাজানীসহ নানা অপকর্মের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রয়োজনে নাম্বার প্লেইটবিহীন অননুমোদিত সিএনজিচালিত অটোরিক্সাগুলোকে সামাজিকভাবে বয়কট করতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

 

 

Manual3 Ad Code

 

গতকাল (১৯ মার্চ) বুধবার দুপুরে উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান, মোগলাবাজার থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দক্ষিণ উপজেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোঃ কুটি মিয়া, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মামুন খান, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র,

 

 

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মুন্তাকিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজ,

 

Manual1 Ad Code

 

 

 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি এম আহমদ আলী, জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলা আমীর সাব্বির আহমদ, সাংবাদিক ইমরান আহমদ প্রমুখ।
এরআগে আয়োজিত অপর এক সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।