দলীয় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

দলীয় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

সিলেট ১৭টি আসনে  দলীয় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিভাগের মধ্যে কেবলমাত্র সিলেট-১ ও হবিগঞ্জ-২ আসনে দলটির পক্ষ থেকে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রার্থী ঘোষণার তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান।

 

 

 

প্রার্থীরা হলেন- সিলেট-২ আসনে আমির উদ্দিন, সিলেট-৩ আসনে রেজওয়ানুল হক চৌধুরী রাজু, সিলেট-৪ আসনে সাঈদ আহমদ, সিলেট-৫ আসনে রেজাউল করীম আবরার ও সিলেট-৬ আসনে আজমল হোসেন ।

সুনামগঞ্জ-১ আসনে ফখরুদ্দীন, সুনামগঞ্জ-২ আসনে আবদুল হাই, সুনামগঞ্জ-৩ আসনে সোহেল আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে শহিদুল ইসলাম পলাশী ও সুনামগঞ্জ-৫ আসনে আকবর সিদ্দিকী ।

 

 

 

মৌলভীবাজার-১ আসনে আনোয়ার হোসেন, মৌলভীবাজার-২ আসনে আবদুল কুদ্দুস, মৌলভীবাজার-৩ আসনে এবাদুর রহমান চৌধুরী ও মৌলভীবাজার-৪ আসনে সালাহ উদ্দিন।

 

 

হবিগঞ্জ-১ আসনে তাজুল ইসলাম, হবিগঞ্জ-৩ আসনে মহিব উদ্দিন আহমদ সোহেল ও হবিগঞ্জ-৪ আসনে আলী আকবর সিদ্দিকী ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ