১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দশম গ্রেডে বেতন ও পদোন্নতির দাবিতে নান্দাইলে প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

admin
প্রকাশিত ০৯ নভেম্বর, রবিবার, ২০২৫ ১৮:৩২:১৯
দশম গ্রেডে বেতন ও পদোন্নতির দাবিতে নান্দাইলে প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

Manual1 Ad Code

দশম গ্রেডে বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে নান্দাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
আজ রোববার (৯ নভেম্বর) সকাল থেকে সারা দেশের অন্যান্য স্থানের মতো নান্দাইলেও এই কর্মসূচি শুরু হয়।

🔹 শিক্ষা কার্যক্রম বন্ধ, শিক্ষার্থীরা খেলাধুলায় ব্যস্ত

নান্দাইল উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ হাজার ২৫০ শিক্ষক ও ৭১ হাজার ১৩০ শিক্ষার্থী রয়েছে।

Manual4 Ad Code

সকালে উপজেলার মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে মাঠে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন। অন্যদিকে চন্ডিপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস না পেয়ে মাঠে খেলাধুলা ও ক্লাসরুমে হৈচৈ করছে।

Manual5 Ad Code

এক শিক্ষার্থী রাফসান মিয়া বলে,

Manual5 Ad Code

“স্কুলে ক্লাস নাই, তাই মাঠে খেলাধুলা করতেছি।”

🔹 শিক্ষকদের অবস্থান

মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন আরা বেগম বলেন,

“আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।”

🔹 প্রশাসনের নীরবতা

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার মোবাইলে একাধিকবার কল দিলেও কোনো সাড়া মেলেনি।

Manual1 Ad Code

 উল্লেখ্য, শিক্ষকরা দাবি তুলেছেন—
 সহকারী শিক্ষকদের পদোন্নতি কাঠামো পুনর্বিন্যাস,
 দশম গ্রেডে বেতন নির্ধারণ,
 ও দীর্ঘদিনের পদোন্নতি জটিলতা নিরসনের।

শিক্ষকদের এই কর্মবিরতির কারণে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে