
বরিশাল প্রতিনিধি:
অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে টানা আন্দোলন করে আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। দাবি আদায়ে অনশনে বসেছেন সাত শিক্ষার্থী। আর তাঁদের নিরাপত্তার জন্য মশারি টানিয়ে তাঁদের পাশেই রাত কাটালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
শুক্রবার সকালে দেখা যায়, উপাচার্য গ্রাউন্ড ফ্লোরের লিফটের পাশে মশারি টানিয়ে ঘুমিয়ে আছেন। তার পাশে অনশনরত শিক্ষার্থীরা। অনশনকারীরা হলেন—ইংরেজি বিভাগের শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতার অমিয় মণ্ডল, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের তাজুল ইসলাম, রসায়নের আবুবকর সিদ্দিক, দর্শনের পিয়াল হাসান, লোকপ্রশাসনের তামিম আহমেদ রিয়াজ এবং আইন বিভাগের শওকত ওসমান স্বাক্ষর।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁদের দাবি তিনটি—
১. বিশ্ববিদ্যালয়ের ৫০ একর আয়তন বৃদ্ধি,
২. অবকাঠামোগত উন্নয়ন,
৩. পরিবহন সংকট নিরসন।
আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর বলেন, “ইউজিসি আমাদের দাবিগুলো নিয়ে কোনো যোগাযোগ করেনি। তাই বাধ্য হয়েই আমরণ অনশনে বসেছি।”
অ্যাকাউন্টিং বিভাগের তাজুল ইসলাম বলেন, “সংবাদ সম্মেলন করেছি, প্রতীকী কর্মসূচিও পালন করেছি, তবু ইউজিসির কোনো উদ্যোগ নেই।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, “উপাচার্য মনে করেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় সমস্যা হতে পারে। তাই তাঁদের কাছাকাছি রাত কাটিয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। উন্নয়ন কার্যক্রম ও জমি অধিগ্রহণ প্রক্রিয়া এগোচ্ছে।”
আন্দোলনের ৩৭তম দিনে বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর নিচে শুরু হয় শিক্ষার্থীদের অনশন কর্মসূচি।