১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দায়িত্ব পালনকালে হামলার শিকার সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারী

admin
প্রকাশিত ২৩ আগস্ট, শনিবার, ২০২৫ ২১:৪২:১৫
দায়িত্ব পালনকালে হামলার শিকার সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারী

Manual3 Ad Code

দক্ষিণ সুরমার চন্ডীপুলে দাপ্তরিক দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারী। সোমবার (১৮ আগস্ট) নর্থ ইস্ট হাসপাতালের সামনের নবীন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

Manual4 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, সাগর আলী (২৭), মো. সেলিম আহমদ (৪৫) ও শহিদুল ইসলাম (১৯)।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৯ আগস্ট) দক্ষিণ সুরমা থানাপুলিশ তাদের গ্রেফতার করে।

Manual1 Ad Code

Manual2 Ad Code

এ ঘটনায় সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রুবেল আহমদ মঙ্গলবার (১৯ আগস্ট) দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ০৮, তারিখ: ১৯/০৮/২০২৫)। রাতেই পুলিশ হামলাকারীদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দায়ের করা মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে। বুধবার (২০ আগস্ট) দুপুরে তাদের আদালতে তোলা হয়েছে।

জানা যায়, সোমবার বেলা সোয়া ১টায় সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার আদায়কারী মো. ইসমাইল হোসেন রায়হান নবীন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এম এ সালামের কাছে ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চান। এ সময় এম এ সালাম ৫জন দোকান কর্মচারীকে নিয়ে মো. ইসমাইল হোসেনের ওপর হামলা করেন। হামলাকারীরা কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করে ইসমাইল হোসেন রায়হানের কাছ থেকে ১০ হাজার টাকা, চশমা, হেডফোন ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরবর্তীতে আহত ইসমাইল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নেন।