১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দিনাজপুরের বিরামপুরে ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

admin
প্রকাশিত ১৯ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৫ ১৯:২৫:১৯
দিনাজপুরের বিরামপুরে ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

Manual5 Ad Code

দিনাজপুরের বিরামপুর উপজেলায় আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে আরতি রাণী (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মুকুন্দপুর সিংপাড়া গ্রামের মৃত ওপেন সিংয়ের স্ত্রী।

Manual2 Ad Code

প্রতিবেশীরা জানান, আরতি রাণী তার মেয়ের সঙ্গে ভ্যান চড়ে বাড়ি থেকে বিরামপুর শহরে যাচ্ছিলেন। হাবিবপুর সড়কের একটি স্থানে ভ্যানের চাকায় তার পরনের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এতে তিনি পাকা সড়কে পড়ে মাথায় আঘাত পান।

Manual4 Ad Code

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকে তিনি হাসপাতালে নিহত নারীর সঙ্গে ছিলেন।

Manual4 Ad Code