দিনাজপুরের বিরামপুর উপজেলায় আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে আরতি রাণী (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মুকুন্দপুর সিংপাড়া গ্রামের মৃত ওপেন সিংয়ের স্ত্রী।
প্রতিবেশীরা জানান, আরতি রাণী তার মেয়ের সঙ্গে ভ্যান চড়ে বাড়ি থেকে বিরামপুর শহরে যাচ্ছিলেন। হাবিবপুর সড়কের একটি স্থানে ভ্যানের চাকায় তার পরনের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। এতে তিনি পাকা সড়কে পড়ে মাথায় আঘাত পান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকে তিনি হাসপাতালে নিহত নারীর সঙ্গে ছিলেন।
