১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দিনাজপুর মেডিকেলে নবজাতক রেখে পালালেন স্বজনেরা, দত্তক নিতে ভিড়

admin
প্রকাশিত ০৭ নভেম্বর, শুক্রবার, ২০২৫ ২০:৩৬:১১
দিনাজপুর মেডিকেলে নবজাতক রেখে পালালেন স্বজনেরা, দত্তক নিতে ভিড়

Manual8 Ad Code

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের একটি বেডে এক নবজাতক কন্যাশিশুকে রেখে পালিয়ে গেছেন তার স্বজনেরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে শিশুটির বিছানার পাশে রাখা একটি বাজারের ব্যাগে চিরকুট ও কিছু ওষুধ পাওয়া যায়।

Manual3 Ad Code

হাসপাতাল সূত্রে জানা গেছে, নবজাতকটি বর্তমানে পেডিয়াট্রিক ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ আছে। শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হলে শিশুটিকে দত্তক নিতে বহু মানুষ হাসপাতালে ভিড় করেন।

Manual1 Ad Code

চিরকুটে লেখা ছিল,

“আমি একজন হতোভাগি। পরিস্থিতির স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ—৪-১১-২০২৫, রোজ-মঙ্গলবার। এগুলো সব বাচ্চার ওষুধ। আমি মুসলমান জাতির মেয়ে।”

ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি শিশুটিকে কোলে নিয়ে এসে ভর্তি করার অনুরোধ করেন। তাঁরা নিজেদের শিশুটির নানা-নানি হিসেবে পরিচয় দেন। চিকিৎসক শিশুটির মাকে আনতে বললে তারা শিশুসহ বেরিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটিকে বেডে একা পড়ে থাকতে দেখে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।

Manual3 Ad Code

পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে নিরাপদে রাখে এবং ওষুধ, ডায়াপার ও জামাকাপড়সহ ব্যাগটি জব্দ করে। চিকিৎসকরা জানান, শিশুটি সম্ভবত স্বাভাবিক সময়ের আগেই জন্মগ্রহণ করেছে, তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

Manual8 Ad Code

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির ভবিষ্যৎ বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।